1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যশোরে সাড়ে তিন কেজি সোনার বারসহ তিনজন আটক - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন

যশোরে সাড়ে তিন কেজি সোনার বারসহ তিনজন আটক

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
সোনার বার (প্রতীকি ছবি)
সোনার বার (প্রতীকি ছবি)

খবরাখবর ডেস্কঃ যশোরে সাড়ে তিন কেজি সোনাসহ তিনজনকে আটক করেছে বিজিবি। শহরতলী বাহাদুরপুর থেকে ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০ টি সোনার বারসহ তাদের আটক করে।

আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহন হতে আটক ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জ সদর উপজেলার গোলপরায় গ্রামের গোষ্ঠবিহারী পোদ্দারের ছেলে রতনকুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের মৃত মিন্টু সাহার ছেলে প্রদীপ সাহা (৫৫) ও রাজধানীর গেন্ডারিয়া থানার কালীগঞ্জ সাহা রোড এলাকার সোভল দত্তের ছেলে পংকজ দত্ত (৪৮)।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজারে অবস্থান নেয়। দুপুর একটার দিকে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় বাসের তিন যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team