আফজাল শেখ নামে এই যুবক শংকরপুরের সলেমান শেখের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানদার।
স্থানীয়রা বলেন, আফজাল শেখকে সন্ত্রাসীরা ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করে। এবং ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা আতংক সৃষ্টি করে অন্যত্র চলে যান। পরে তারা আফজাল শেখকে গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন একই সাথে জড়িতদের আটকে অভিযানে নেমেছেন বলে জানান।