খবরাখবর ডেস্কঃ এক দলীয় নির্বাচনে যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হলেন জ্যোৎস্না আরা মিলি। উপ-নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলি কলস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরার ছেড়ে দেয়া শূন্য পদে মিলির নিকটতম প্রতিদ্বন্দ্বী একই দলের সেতারা খাতুন হাঁস প্রতিক নিয়ে নির্বাচন করেন। নির্বাচন অফিসের দেওয়া তথ্য অনুযায়ী এই নির্বাচনে ভোট পড়েছে ১৫ দশমিক ৬৭ শতাংশ।
যশোর সদর উপজেলা নির্বাচন অফিসার, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, নির্বাচনে কলস প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৫২ এবং হাঁস প্রতেকের প্রার্থী পেয়েছেন ৩৩ হাজার ১০৭। মোট ১৭৫টি কেন্দ্রে ৮৭ হাজার ৮২২টি ভোট পড়ে। যারমধ্যে নষ্ট হয়েছে ৬৬৯টি।
সদর উপজেলায় মোট ভোটারের সংখ্যা পাঁচ লাখ ৬০ হাজার ৫৬৭