1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যশোরে মাস্ক না পরার অপরাধে আটজনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন

যশোরে মাস্ক না পরার অপরাধে আটজনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত

  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও মাস্ক বিতরণ
যশোরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও মাস্ক বিতরণ

খবরাখবর ডেস্কঃ মাস্ক পরা বাধ্যতামূলক করতে যশোর জেলা প্রশাসনের সচেতনতা ও শাস্তির কার্যক্রম পাশাপাশি চলমান রয়েছে। এ লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) শহরের বেশ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পরায় আটজনকে অর্থদণ্ড করেছে।

জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, বিকেলে যশোর শহরের পালবাড়ি মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ও উপশহর নিউ মার্কেট বাসস্ট্যান্ড ও জেলখানা রোড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান এবং দড়াটানা মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় তারা মাস্ক পরার বিষয়ে সবাইকে উৎসাহ দেন। পাশাপাশি মাস্ক না পরে চলাচল করার অপরাধে আটজনের কাছ থেকে চার হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত শহরের পালবাড়ি মোড় ও উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনেও অভিযান পরিচালনা করেন এবং যাত্রীদের মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গণপরিবহনে মাস্ক ছাড়া কোনো যাত্রী উঠতে পারবেন না বলেও সংশ্লিষ্ট কাউন্টারে নির্দেশনা দেন। পাশাপাশি গরিবদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team