খবরাখবর ডেস্কঃ “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান”- এই শ্লোগানে যশোরে সরকারী কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
শনিবার সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এই মানববন্ধন হয়।
এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিস ডি কস্তাসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত এতো বড় মাপের নেতা পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। পৃথিবীর প্রায় সব দেশ তাদের জাতির জনকের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে।
তারা বলেন, মহান নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করে ভুল বুঝাচ্ছেন কিছু লোক। দেশের স্বার্থে এদের প্রতিহত করতে এবং জাতির জনকের পূর্ণ মর্যাদা অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
একই সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরাও প্রেসক্লাব যশোরের সামনে একই ইস্যুতে মানববন্ধন করে।