খবরাখবর ডেস্কঃ যশোর শহরের দড়াটানা ও মনিহার এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ মঈনুল ইসলাম মঈন এবং নিউ মার্কেট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কৃষ্ণ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এ সময় মাস্ক পরিধান না করায় ০১ জনকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয় , মাস্ক পরিধান না করা ব্যক্তিদের মাস্ক কিনতে উদ্বুদ্ধ করা হয় এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। গণপরিবহনে মাস্ক ছাড়া কোন যাত্রী যাতে পরিবহন না করা হয় এ মর্মে সকল বাস কাউন্টারে নির্দেশনা প্রদান করা হয়। যশোরের বিভিন্ন স্থানে মাঝে মাঝে এ ধরনের আদালত পরিচালনা করে জনসাধারণকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করা হচ্ছে।