আগামীকাল ১৫ জানুয়ারি শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত যশোর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যশোর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া ১৬ জানুয়ারি শনিবার ও ২২ জানুয়ারি শুক্রবার সকাল সাতটা থেকে নয়টা ও দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন থাকবে ওজোপাডিকোর আওতাধীন সব এলাকায়। ওজোপাডিকো যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়েছে।