1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ঔষধ ব্যবসায়ী আটকের প্রতিবাদে যশোরে সকল ফার্মেসী বন্ধ - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন

ঔষধ ব্যবসায়ী আটকের প্রতিবাদে যশোরে সকল ফার্মেসী বন্ধ

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
যশোরে ফার্মেসী ব্যবসায়ীদের ধর্মঘট
যশোরে ফার্মেসী ব্যবসায়ীদের ধর্মঘট

খবরাখবর ডেস্কঃ দুজন ওষুধ ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে যশোরে সকল ফার্মেসী
ধর্মঘট ডেকে বন্ধ করে দিয়েছে ব্যবসায়ী সংগঠন।
আটক দুজনের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি,যশোর।রোববার ভোর থেকে এ কর্মসূচি পালিত হচ্ছে।
 
অবশ্য পুলিশ বলছে, তাদের কাছ থেকে নকল ওষুধ পাওয়া গেছে বিধায় আটক করা হয়েছে। 
পুলিশ জানায়, ২১ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে পুলিশ শহরের জেলরোড এলাকা থেকে কাশেমপুর সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন হাউজ থেকে ১৪৩ পিস নকল মনটেয়ার-১০ ট্যাবলেটসহ দোকানের মালিক  ইব্রাহিম সরদার (৩৭) আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে, মাইকপট্টি এলাকার জমজম ড্রাগ হাউজ থেকে ১০টি মনটেয়ার-১০ ট্যাবলেটসহ ফার্মেসির মালিক জহিরুদ্দিন সুইটকে (৪২) আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে শনিবার মামলা করেন। 
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি যশোরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল বলেন, আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছি। যশোরের ডিসিকে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হবে। তার সঙ্গে আলোচনার পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।    
তিনি বলেন, কোনও ফার্মেসিতে যদি নকল ও ভেজাল ওষুধ থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অথবা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করতে পারেন। কিন্তু পুলিশ কীভাবে বুঝবে এটি নকল ওষুধ। কেননা আমরা কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে সেগুলো বিক্রি করি। 
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নকল ওষুধ বিক্রি করলে পুলিশ তো তাদের আটক করবেই। এতে যদি তারা ধর্মঘট করে তাহলে কিবা বলার আছে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team