1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যশোরে ড্রেনে আটকে পড়া তিন শিশুর প্রাণ বাঁচালো ফায়ার সার্ভিস - খবরাখবর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ১২:৪১ পূর্বাহ্ন

যশোরে ড্রেনে আটকে পড়া তিন শিশুর প্রাণ বাঁচালো ফায়ার সার্ভিস

  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
যশোরে ড্রেনে আটকে পড়া তিন শিশুর প্রাণ বাঁচালো ফায়ার সার্ভিস,
যশোরে ড্রেনে আটকে পড়া তিন শিশুর প্রাণ বাঁচালো ফায়ার সার্ভিস

যশোরে ড্রেনে আটকে পড়া তিন শিশুর প্রাণ বাঁচালো ফায়ার সার্ভিস সদস্যরা। পথচারীর দায়িত্ববোধ আর ফায়ারসার্ভিস কর্মীদের দ্রুত তৎপরতায় উদ্ধার হয়েছে শিশুরা। আজ বুধবার বিকেলে যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া তিন শিশু হলো, যশোর শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে নিরব (১৪) একই এলাকার শুকুর আলীর ছেলে নয়ন হোসেন (১৩) ও একই এলাকার নূর ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৬)। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুর রহমান জানান, যশোর শহরের রেলগেট তেঁতুলতলা থেকে খালিদ হাসান নামে একজন পথচারী বুধবার সোয়া তিনটায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তা চেয়ে অনুরোধ জানান। কলার জানান, সেখানে ড্রেনের ভিতর কয়েকটি শিশু আটকা পড়েছে। তিনি শিশুদের কান্নাকাটি ও বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাচ্ছিলেন। ড্রেনের ছোট্ট একটি ছিদ্র দিয়ে তিনি কান্নারত এক শিশুকে দেখতে পেয়েছেন, তার থেকে জানতে পেরেছেন ড্রেনের ভিতরে আরো দুই শিশু রয়েছে তার সাথে।’

৯৯৯ কলটেকার কনস্টেবল মোসাম্মৎ ফাতেমা আক্তার কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে যশোর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান। পরবর্তীতে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার আর কোন পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব ভেঙে প্রথমে এক কিশোরকে উদ্ধার করেন। এরপর ওই স্থান থেকে বেশ কিছু দূরে আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশু তিনটি মাছ ধরার জন্য ড্রেনে নেমেছিল, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাওয়ার পর অন্ধকার ড্রেনের ভেতর তারা দিক ও পথ হারিয়ে ফেলে।
যশোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, ড্রেনের গন্ধে ও ড্রেনে ঢাকানা বন্ধ থাকার কারণে সেখানে অক্সিজেনেরও ঘাটতি ছিল। এজন্য শিশুরা কিছুটা অসুস্থও হয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team