যশোরে চাঁদা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর জখম অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঞ্জীবন ভদ্র (৫২) নামে এই ব্যবসায়ী শহরের ভোলা ট্যাংক এলাকার নিরঞ্জন ভদ্রের ছেলে।
আহত সঞ্জীবন জানান, শহরের বড় বাজারে মেসার্স তন্নি ভান্ডার নামে তার একটি আলুর আড়ৎ রয়েছে। বিগত দু’সপ্তাহ ধরে ষষ্টিতলাপাড়ার মোসলেমের ছেলে হাসান তার কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করায় হাসান ক্ষিপ্ত হয়। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে হাসানের নেতৃত্বে ৩/৪জন সন্ত্রাসী তার বাড়িতে সশস্ত্র হামলা করে। সন্ত্রাসীরা সঞ্জীবনকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।