জানা গেছে, বালু বোঝাই কুষ্টিয়া -ট- ১১-৩০০৪ নম্বর ট্রাকের চাকা পানসার হওয়ায় সড়কের পাশে রেখে মেরামত করছিল। এ সময় খুলনা মেট্রো ট-১১-১৬৪৮ নম্বর একটি বাঁশ বোঝায় ট্রাক চাকা পানসার হওয়া ট্রাকের পিছন দিকে সজরে ধাক্কা দিলে হাসান সরদার (২৫) নামে ট্রাকের হেলপার ঘটনা স্থানে মারা যায়।
এ সময় ট্রাক ড্রাইভার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের ছবেদ আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) মারাত্মক আহত হয়। আহত ড্রাইভার নজরুলকে প্রথমে কেশবপুর হাসপাতালে ও পারে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অপর ট্রাকের ড্রাইভার মাহবুব মিয়া (৩০) কে আটক করেছে।