খেলার খবরঃ শেখ রাসেল মাগুরা প্রিমিয়ার লিগ এমপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল। দলকে দারুণ জয় উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
মাগুরার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে এমপিলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্কাই হার্ট ক্রিকেট ক্লাব ও বাবু স্মৃতি সংসদ।
স্কাই হার্টের পক্ষে আগে ব্যাট করতে নেমে মোহাম্মাদ আশরাফুলের ৪১ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রান করেন। নির্ধারত ২০ ওভারে তার দল করে ৭ উইকেটে ১৬৮ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন অভিজিৎ।
বাবু স্মৃতি সংসদের পক্ষে রাজীব ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন।
১৬৯ রানের জবাবে বাবু স্মৃতি সংসদ মাত্র ৬৪ রানে অল আউট হয়। ফলে বিশাল জয় পায় আশরাফুলের স্কাই হার্ট। ম্যান অব ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ আশরাফুল।