1. admin@khoborakhobor.com : খবরাখবর :
নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে খন্দকার মোশাররফ ও মান্না বৈঠক - খবরাখবর
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে খন্দকার মোশাররফ ও মান্না বৈঠক

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে খন্দকার মোশাররফ ও মান্না বৈঠক
নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে খন্দকার মোশাররফ ও মান্না বৈঠক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে।

বিগত কয়েকমাস ধরে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হলেও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এদিন ৬টা ২০ মিনিটে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে আলোচনা করতে আসেন।

৬টা ২৫ মিনিটে খন্দকার মোশাররফ হোসেন নিচতলায় বসার ঘরে এসে তাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করেন।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য সূত্রে জানা যায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এরমধ্যে অন্তত পাঁচ দিন সময় পার হয়েছে।

নাগরিক ঐক্যের সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এককভাবে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। এ কারণে মান্না একাই এসেছেন কথা বলতে। এই আলোচনায় ঐকমত্য এলে দলীয়ভাবে বিএনপির প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে যাবে, এমনটি মনে করছেন দলটির নেতারা।

এ বিষয়ে শুক্রবার দুপুরে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাকে ড. খন্দকার মোশাররফ হোসেন তার সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তার বাসায় কথা বলবো।’

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন দলের নীতিনির্ধারকরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team