1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মোবাইলে অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হওয়ার নতুন তারিখ ঘোষণা - খবরাখবর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৯:৩৩ অপরাহ্ন

মোবাইলে অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হওয়ার নতুন তারিখ ঘোষণা

  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
মোবাইলে অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হওয়ার নতুন তারিখ ঘোষণা
মোবাইলে অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হওয়ার নতুন তারিখ ঘোষণা

মোবাইলে অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হওয়ার নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আগামী ১৫ মার্চ থেকে নতুন প্যাকেজে মোবাইলের অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হবে।

বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ থেকে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন তারিখ জানালো সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মেয়াদের ডাটা ও টকটাইম প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে যোগ হবে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এ তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজও হতে পারে সর্বোচ্চ ৫০টি। বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে।

এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। প্রতিটি প্যাকেজের মেয়াদ থাকবে, তিন, সাত, ১৫ ও ৩০ দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team