নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার পর পিতার হৃদরোগে মৃত্যু হয়েছে।
মেয়ে শান্ত্বনা খাতুনের (২২) আত্মহত্যার দুই ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মোস্তফা হোসেনের (৪৭) মুত্যু হয়।
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শান্ত্বনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্ত্বনার সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মায়ের ওপর অভিমান করে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেন তিনি। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়ের আত্মহত্যার খবর সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে দুই ঘণ্টা পর তার বাবা মোস্তফার মৃত্যু হয়।
মতিন আরো জানান, স্বামীর সাথে বিচ্ছেদের পর চার বছরের একমাত্র ছেলেসন্তানকে নিয়ে শান্ত্বনা বাবার বাড়িতে থাকতেন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।