মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে এই মেডিকেল ছাত্র শনিবার (১৬ অক্টোবর) সকালে বন্ধুদের সঙ্গে নানার বাড়ি দীঘলকান্দিতে বেড়াতে গিয়ে করুণ মৃত্যুর শিকার হয়।
মোসাব্বির জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে ও দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহতের পরিবার জানায় গতকাল শুক্রবার মোসাব্বির তার বন্ধুদের সঙ্গে নানার বাড়ি দীঘলকান্দিতে বেড়াতে যায়। শনিবার সকালে তিনি বন্ধুদের নিয়ে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে গোসল করতে যান। গোসলে নামার কিছুক্ষণ পরে তিনি পানিতে তলিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা মোসাব্বিরের লাশ উদ্ধার করেন।
সারিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।