1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মেজর সিনহা হত্যা মামলায় তিন স্বাক্ষী রিমান্ডে - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:২৯ অপরাহ্ন

মেজর সিনহা হত্যা মামলায় তিন স্বাক্ষী রিমান্ডে

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
major sinha
major sinha

খবরাখবর ডেস্কঃ মেজর সিনহা হত্যা মামলার ৩ সাক্ষীকে রিমান্ডে নিল  র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন( র‍্যাব)। সিনহার বোনের মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা ৩১ জুলাই টেকনাফ থানায় পুলিশের করা সিনহা হত্যা মামলার সাক্ষী ছিলেন। সম্প্রতি সাত দিনের রিমান্ড শেষে তাঁরা জেলা কারাগারে অবস্থান করছিলেন।সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অপর তিন আসামিকেও আজ মঙ্গলবার দুপুরে চার দিনের রিমান্ডে নিল র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার রিমান্ডে নেওয়া পুলিশের মামলার ওই তিন আসামি হলেন টেকনাফের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস। এ বিষয়ে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. মোকাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, সকালে তাঁদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।
আদালত সূত্র জানায়, সিনহা হত্যা মামলার তিন আসামি নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আইয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ও র‍্যাব-১৫ (কক্সবাজার)-এর সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ওই তিন আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে সিনহা হত্যা মামলার মোট ১৩ আসামির প্রত্যেকের দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে চার পুলিশ সদস্য এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন জেলা কারাগারে অবস্থান করছেন। আদালত তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করলেও র‍্যাব এখনো জিজ্ঞাসাবাদ শুরু করেনি।

আদালত সূত্র জানায়, সিনহা হত্যা মামলার অপর ছয় আসামি র‍্যাবের হেফাজতে রয়েছে। তাঁদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী কর্মকর্তারা। ওই ছয় জন হলেন সিনহা হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দদুলাল রক্ষিত, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ।

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মারিশবুনিয়া গ্রামের তিন আসামি নুরুল আমিন, নাজিম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস আগে রিমান্ডের সময় সিনহা হত্যার গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছেন। আরও তথ্যের জন্য তাঁদের পুনরায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মারিশবুনিয়া গ্রামের তিন আসামি নুরুল আমিন, নাজিম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস আগে রিমান্ডের সময় সিনহা হত্যার গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছেন। আরও তথ্যের জন্য তাঁদের পুনরায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব) সিনহা মো. রাশেদ খান।
৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব) সিনহা মো. রাশেদ খান। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আটক করে। পরে নীলিমা রিসোর্ট থেকে শিপ্রা দেবনাথকে আটক করা হয়। দুজনই এখন জামিনে মুক্ত। এপিবিএনের তিন সদস্য ৩১ জুলাই রাতে শামলাপুর তল্লাশিচৌকির দায়িত্বে ছিলেন। তাঁদের সিনহা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অপরদিকে মেজর সিনহা হত্যা মামলায় পুলিশের ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে। এই তদন্তে তার স্ত্রী চুমকির নামে পাওয়া যাচ্ছে অঢেল সম্পদ ও সম্পত্তি। কোটি কোটি টাকার বাড়ি ও জমিসহ অবৈধ সম্পদ অর্জনের জন্য দুদক তার স্ত্রী চুমকিকে অভিযুক্ত করে তদন্ত করছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি এখন দেশব্যাপী আলোচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team