1. admin@khoborakhobor.com : খবরাখবর :
যশোরে মৃত্যুর নতুন রেকর্ড ১৫ জন, হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন

যশোরে মৃত্যুর নতুন রেকর্ড ১৫ জন, হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না

  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
করোনা আপডেট
ফাইল ফটো

যশোরে প্রতিদিনই হচ্ছে মৃত্যুর নতুন রেকর্ড, আজ মৃত্যু ১৫ জন, হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ২৫০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৩৭ জন। এছাড়া একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ৯ ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, শনিবার আমাদের কাছে আসা ফলাফলে এদিনে জেলায় ২৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭১৬ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে।

এছাড়া খুলনা মেডিকেল কলেজ ল্যাবে চারজনের নমুনা পরীক্ষা করে সবগুলো নমুনা নেগেটিভ এসেছে। জেলা এখন পর্যন্ত শনাক্ত সংংখ্যা ১৩ হাজার ৩৭ জন। মোট মৃত্যু সংখ্যা ১৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৩০ জন।

২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৬৩ জন, কেশবপুরে ছয়জন, ঝিকরগাছায় ১১ জন, অভয়নগরে ২২ জন, মনিরামপুর ১২ জন, বাঘারপাড়ায় দুইজন, শার্শায় ১৮ জন, চৌগাছায় ১৬ জন।

এদিকে জেলার সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনার ঢেউ। রোগীর চাপে অক্সিজেনের চাহিদা বেড়েছে প্রায় চারগুণ। সিটের জন্য হাহাকার পড়ে গেছে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের রেড ও ইয়োলোজোনো। স্থান সংকুলান না হওয়ায় অধিকাংশ রোগীকে ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।
এদিকে, গ্রামাঞ্চলে ঘরে ঘরে সর্দি, কাশি ও জ্বরের রোগী বেড়েছে। কিন্তু, সাধারণ মানুষের মধ্যে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় তেমন আগ্রহ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team