বিশ্বকাপের টি-টোয়েন্টি যে দলটি চিল সেখান থেকে বাদ দেয়া হয়েছে লিটন সৌম্য ও রুবেলকে। মুশফিকুর রহিমকে বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্বকাপের সময়ই চোট পাওয়ায় দল খেকে ছিটকে যায় সাকিব আল হাসান ও সাইফুদ্দিন। এই সিরিজেও তাদের দলে ফেরার সম্ভাবনা নাই।
নতুনদের ভেতর থেকে দলে ডাক পেয়েছে ৪জন। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, সাইফ হাসান, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার অপেক্ষায় থাকা ইয়াসির আলী ও শহীদুল ইসলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে শেষ দুই ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। আগে থেকেই জানা গিয়েছিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হবে না তার। তামিম ইকবাল ও হাতের আঙ্গুল এ চোটের কারণে খেলতে পারছেন না এ সিরিজে।
বাংলাদেশ ১৬ সদস্যের দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহীদুল ইসলাম, আকবর আলী।