1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মিডিয়ায় ক্ষোভপ্রকাশের জেরে মুশফিককে বিসিবির তলব - খবরাখবর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

মিডিয়ায় ক্ষোভপ্রকাশের জেরে মুশফিককে বিসিবির তলব

  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
মুসফিকুর রহিম
মুসফিকুর রহিম

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে না থাকায় মিডিয়ায় ক্ষোভপ্রকাশের জেরে মুশফিককে তলব করেছে বিসিবি। ফলে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে চট্টগ্রাম যাওয়ার আগে বিসিবি ঘুরে যেতে হবে জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।

জানা গেছে, টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে এরই মধ্যে চট্টগ্রাম চলে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটার।
কিন্তু মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোয় বোর্ডে তলব করা হয়েছে মুশফিককে। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টির মাঝেই খবর ছড়িয়ে পড়ে, মুশফিককে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিসিবি। তবে বিষয়টি তা নয়। আকরাম জানিয়েছেন, মুশফিককে ডেকেছে বিসিবি। সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাপারে তার সঙ্গে কথা বলবে বোর্ড।

ঘটনার সূত্রপাত, মুশফিককে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে তথাকথিত বিশ্রাম দেওয়ার মাধ্যমে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণার সময় নির্বাচক কমিটি থেকে বলা হয়েছিল, সামনে টানা কয়েকটি টেস্ট থাকায় এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিককে।

কিন্তু স্কোয়াড ঘোষণার পরপরই বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন মুশফিক। যেখানে তিনি বিশ্রামের এ বিষয়টিকে সরাসরি বাদ দেওয়া হিসেবে উল্লেখ করেন এবং জানান নতুন করে দলে ফেরার চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি। এসব সাক্ষাৎকারে প্রেক্ষিতেই মূলত মুশফিককে ডেকেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team