আড়াই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন তিনি। তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী জানিয়েছেন উচ্চ আদালত থেকে তাকে জামিন করানো হয়েছে।
এ সময় কেরানীগঞ্জের কারাগারের সামনে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। এরপর তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।
গত ১৬ জুন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে জামিন দেন। গত ১৮ মার্চ রায়ের বাজারের বাসা থেকে নিপুণ রায় চৌধুরীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরে হাজারীবাগ থানায় দায়ের করা হয় নাশকতা ও অগ্নিসংযোগের মামলায় আটক দেখানো হয়। এছাড়া যাত্রাবাড়ী থানায় বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে আরো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলায় দুই দফায় তাকে রিমান্ডেও নেয়া হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী নিপুণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধু। তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী দলের ভাইস চেয়ারম্যান।
এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নিপুণ রায় চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। ওই সময়ে তিনি আড়াই মাসের অধিক সময়ে কারাবন্দি ছিলেন