খেলার খবরঃ মিরপুর স্টেডিয়ামে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিবকে।চলতি মাসের শেষে শুরু হবে পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট। তার আগে ফিটনেস পরীক্ষার জন্য আজ সোমবার( ৯ অক্টোবর) সকালে ‘হোম অব ক্রিকেট’ অর্থাৎ মিরপুর স্টেডিয়ামে দেখা মিললো সেরা অলরাউন্ডারের।
২০১৯ সালের ২৯ অক্টোবরে শেষবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পা পড়েছিল সাকিবের। তরপরই আসে অশনি সংকেত,এক বছরের জন্য নিষিদ্ধ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ওই দিনই সাকিবকে এই সাজার আওতায় আনা হয়।
এরপর নিয়ম অনুযায়ী ক্রিকেটের সব কর্মকাণ্ড থেকে দূরে থাকায় সাকিবকে আর দেখা যায়নি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এক বছরেরও বেশি সময় পর সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ। এবার মাঠে নামার পালা। তবে তার আগে সাকিবকে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়। দিতে হবে বিপ টেস্ট। মঙ্গলবার বিপ টেস্ট দিবেন তিনি।
আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে অংশ নেয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান।