বিনোদন ডেস্কঃ পুত্র সন্তানের মা হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। নতুন অতিথি আসলো তারকা দম্পতি রাজ ও শুভশ্রীর ঘর জুড়ে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৩ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। এমন সংবাদে তাদের পরিবারে নেমেছে আনন্দের জোয়ার।এর আগে গত ৫ মে সদ্য মা হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তার মতোই বিবাহবার্ষিকীর দিন মাতৃত্বের সুসংবাদ জানিয়েছিলেন শুভশ্রীও।গত ১১ মে শুভশ্রী টুইটারে লেখেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, হাত ধরার মতো আমরা আরও একজোড়া হাত পেতে চলেছি এবং ভালোবাসার জন্য আরও একটি হৃদয়। আমাদের সন্তান আসছে!’প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।শুভশ্রীর জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমানে ১৯৯০ সালের ৩ নভেম্বর। ২০০৬ সালে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘আনন্দলোক নায়িকার খোঁজে’ বিজয়ী হন। এরপর ২০০৮ সালে একটি ওরিয়া সিনেমায় তার অভিষেক ঘটে।
‘পিতৃভূমি’ তার প্রথম বাংলা সিনেমা। তার ঝুলিতে একঝাঁক সফল সিনেমা রয়েছে। এর মধ্যে চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০, পরান যায় জ্বলিয়া রে, রোমিও উল্লেখযোগ্য। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সঙ্গেও শুভশ্রীর সিনেমা রয়েছে ‘নবাব’ ও ‘চালবাজ’।
টাইগার থ্রি’তে সালমান নেবেন ১০০ কোটি
‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি দিয়ে বক্স অফিস কাঁপিয়েছেন সালমান ও ক্যাটরিনা। শোনা যাচ্ছে ‘টাইগার ৩’-তেও দেখা যাবে এই জুটিকে। বলা হচ্ছে, বলিউডের সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে এটি।
জানা গেছে, ছবিটি তৈরি হবে যথারীতি যশরাজ ফিল্মসের ব্যানারে। এবার ছবি আলী আব্বাস জাফর বা কবির খানের কেউই থাকছেন না। নতুন করে এ কিস্তি পরিচালনার দায়িত্ব দেয়া হচ্ছে মণীশ শর্মাকে। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। বলিউডে এ যাবত যত সিনেমা হয়েছে, খরচের বহরে সেই সব সিনেমাকে ছাড়িয়ে যাবে টাইগার থ্রি।
এই ছবির জন্য সালমান একাই নাকি নেবেন ১০০ কোটি রুপি। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে ক্যাটরিনার পারিশ্রমিক কেমন হবে তা জানা যায়নি।
যশ রাজ ফিল্মস এর পক্ষ থেকে এ ছবি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে সূত্রের বরাতে নিউজ১৮ এর খবরে বলা হয়েছে, এবছরের শেষেই শুরু হবে শ্যুটিং।
এদিকে বর্তমানে সালমান খান ব্যস্ত ‘বিগ বস ১৪’র শুটিংয়ে। অন্যদিকে ক্যাটরিনা আপাতত বিকি কৌশলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে খবর। যদিও বিকি কৌশল বা ক্যাটরিনা কাইফ, নিজেদের সম্পর্ক নিয়ে কাউকেই প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায় না।
জেলে ধর্ষণের ভয় দেখানো হয়েছে – রিয়া চক্রবর্তী
বলিউড অভিনেতা সুশান্তের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিন আবেদন নামঞ্জুর করেছে ভারতের একটি আদালত। একইসঙ্গে তার ভাই শৌভিক চক্রবর্তীসহ সব অভিযুক্তদের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সেশন কোর্ট জানিয়ে দিল রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, আবদুল বাসিত, জায়েদ ভিলাট্রা, দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার জামিনের আবেদন খারিজ। তবে ঠিক কি কারণে এই আবেদন খারিজ হয়েছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি আদালত।
এর আগে বৃহস্পতিবার অভিনেত্রীর জামিনের আবেদন করা হলেও, তা মঞ্জুর করেননি দায়রা আদালতের বিচারপতি।
গত সপ্তাহের মঙ্গলবার সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮ এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এদিন জামিনের আবেদনে রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে জানান, তার মক্কেল ‘নির্দোষ’ এবং রিয়াকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। তিনি এও বলেন, উনি কোনওরকম অপরাধ করেননি।
এ বার জামিনের আবেদনের সময় অভিযোগ আনা হয়, তার থেকে জোর করে মাদক গ্রহণের ব্যাপারে স্বীকারোক্তি নেওয়া হয়েছে।
অভিনেত্রী রিয়া জানান, জেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তাকে শারীরিক অত্যাচার এবং ধর্ষণের ভয় পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি অভিনেত্রীর। মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান ২৮ বছর বয়সি এ অভিনেত্রী।
রিয়ার অভিযোগ, তাকে টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের সময় কোনোভাবেই আইনি পরামর্শ নেওয়ার জন্য তার আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। অনেক পুরুষ কর্মকর্তা দ্বারা বেষ্টি হয়ে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হয়, কিন্তু সেখানে কোনো নারী কর্মকর্তা রাখা হয়নি। বাড়ি থেকে জামাকাপড় এলেও তা ফিরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য আপাতত রিয়া বাইকুল্লা জেলে রয়েছেন। এনসিবি-র দাবি, জেরায় রিয়া স্বীকার করেন, তিনি সুশান্তকে মাদকের জোগান দিতেন। কেন্দ্রীয় সংস্থার দাবি, তিনি ড্রাগ সিন্ডিকেটের সদস্য। এনসিবি-র পাশাপাশি সিবিআই এবং ইডি এই ঘটনার তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যেই এমস-এ সুশান্তের ভিসেরা ফের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, বিষক্রিয়ায় তার মৃত্যু ঘটেছে কিনা জানার জন্য।