1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মা হচ্ছেন পরীমণি, পারিবারিকভাবে বিয়ে করেন নায়ক রাজকে - খবরাখবর
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০১ অপরাহ্ন

মা হচ্ছেন পরীমণি, পারিবারিকভাবে বিয়ে করেন নায়ক রাজকে

  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
মা হচ্ছেন পরীমণি, পারিবারিকভাবে বিয়ে করেন নায়ক রাজকে
মা হচ্ছেন পরীমণি, পারিবারিকভাবে বিয়ে করেন নায়ক রাজকে

সুখবর দিলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। জানালেন, মা হচ্ছেন তিনি। বাবা চিত্রনায়ক শরিফুল রাজ। কিছু দিন আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। মূলত তার ছবি ‘গুনিন’-এ কাজ করতে গিয়েই এই তারকারা প্রেমে পড়েন ও বিয়ে করেন।

পরীমণি জানান, গিয়াসউদ্দিন সেলিমের ছবির সেটে তাদের এই সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কয়েকদিন আগে পরী-রাজ আমার কাছে এসে মিষ্টি খাইয়ে ঘটনাটি জানায়। তখন আমি তাদের অভিনন্দন জানাই।’’

গত বছরের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। সুখবরটি তারা চাপা রেখেছিলেন।

তবে সন্তানধারণের কথা শুনে আর নিজেদের আবেগ দমিয়ে রাখতে পারেননি এই তারকারা। তাই আজ (১০ জানুয়ারি) দুপুরে হাসপাতালের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শরিফুল রাজ লেখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী’। এরপরই তাদের বিয়ে ও সন্তানসম্ভবা পরীর বিষয়টি সামনে আসে।

তবে পরী জানালেন, আজকে নয়, নতুন অতিথির কথা তারা জানতে পারেন সপ্তাহ তিনেক আগে।

পরী বলেন, ‘তিন সপ্তাহ আগে আমরা খবরটি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আজ বিষয়টি চূড়ান্তভাবে কনফার্ম হলাম। তখন নিজেকে আর সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমার দুটি পাখা গজিয়েছে, আমি যেন উড়ছি। আমি যেন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার। আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। আর সন্তানসম্ভবা হওয়ার প্রথম মাস চলছে। ‘
আপাতত শুটিং বন্ধ রেখেছেন পরী। আগামী দেড় বছর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না। সন্তানকে আগে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চান তারা।

এর আগে ১১ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন পরীমণি ও রাজ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তারা বিয়ে করেন।

রাজ বলেন, ‘আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। হাতে বেশ কিছু কাজ আছে। সেগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করবো। এ কারণেই জানানো হয়নি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team