1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মাশরাফি ধর্ষকদের কুৎসিত আখ্যায়িত করে মেয়ে,বোন স্ত্রী'র অনুভূতি স্মরণ করতে বলেছে - খবরাখবর
বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০৫:১৪ অপরাহ্ন

মাশরাফি ধর্ষকদের কুৎসিত আখ্যায়িত করে মেয়ে,বোন স্ত্রী’র অনুভূতি স্মরণ করতে বলেছে

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

খবরখবর ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটের সাবেক ও সবচেয়ে সফলতম অধিনায়ক বর্তমান নড়াইল-২ আসনের সংসদ সদস্য ধর্ষকদের কুৎসিত বলে মন্তব্য করেছেন। ধর্ষকদের মেয়ে, বোন,স্ত্রী’র কথা মনে করতে বলেছেন। তার ফেসবুকের ভেরিফাইড পেজে আজ বুধবার (৭ অক্টোবর)  এ মন্তব্য করেন।

বাংলাদেশে চলমান প্রেক্ষাপটে প্রতিদিন খবরের কাগজ খুললেই, সোস্যাল মিডিয়ায় চোখ রাখলেই  কোন না কোন ধর্ষণের খবর চোখে পড়ছে। এই প্রেক্ষাপটে দাড়িয়ে বাংলাদেশ ক্রিকেটের বস মাশরাফি তার ফেসবুক পেজে লেখেন “ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়”। এই পোষ্টে তিন লাখ এক হাজার লাইক, বার হাজার কমেন্টস, সতের হাজার শেয়ার হয়েছে। তার পুরো পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।
আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?

তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।
হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team