অসুস্থ অবস্থায় দ্রুত তাকে ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর দ্বায়িত্বরত ডাক্তারা তাকে মৃত বলে ঘোষণা করেন। তখন সময় ঘড়িতে রাত ৯টা। প্রাথমিক ধারণায় উঠে আসে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কেকে’র। রাতে তার দেহ মর্গে রাখার ব্যবস্থা কেরা হয়।
আজ সকালে (বুধবার) তার দেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেহ হস্তান্তর করা হবে। সকালেই তার স্ত্রী ও পুত্র কলকাতায় এসেছেন। এদিকে গায়ক কেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী সহ সকল মহলে। অনেকেই এই অকাল মৃত্যু বিশ্বাস করতে পারছেন না।
প্রখ্যাত এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারত সহ সারা বিশ্বে থাকা তার ভক্ত অনুরাগীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
জানা যায়, অনুষ্ঠান শেষে কেকে ফিরে যান মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে। সেখানে পৌঁছনোর পর ভক্তরা তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান। অসুস্থ বোধ করায় তিনি ছবি তোলায় ‘না’ করেন। হোটেলে পড়েও যান। এর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, মারা গিয়েছেন কেকে।