1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মানুষ এখন চাইলে তিন বেলা মাংস খেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী - খবরাখবর
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন

মানুষ এখন চাইলে তিন বেলা মাংস খেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
মানুষ এখন চাইলে তিন বেলা মাংস খেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মানুষ এখন চাইলে তিন বেলা মাংস খেতে পারে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

দেশের মানুষ এখন চাইলে তিন বেলা মাংস খেতে পারে বলে অভিমত ব্যক্ত করে বক্তব্য দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রাণিসম্পদ খাতে উন্নয়ন ও সম্ভাবনা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা ও ফেলো নির্বাচনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ” দেশের বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রাণিসম্পদ খাতের এ বিকাশ সামনে নিয়ে আসার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।”

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে এই কর্মশালা হয়। ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম এতে সহযোগিতা করে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, করোনার সংকটে প্রাণিসম্পদ খাতকে রক্ষার জন্য সরকার ভ্রাম্যমাণ বিক্রির ব্যবস্থা চালু করেছে। এতে উৎপাদনকারী ও ভোক্তা উভয়ে লাভবান হয়েছেন। গত রমজান মাসে প্রায় ৯ হাজার কোটি টাকার বেশি দুধ, ডিম, মাছ, মাংস ভ্রাম্যমাণ ব্যবস্থায় বিক্রি হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার সভাপতিত্বে ও পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীরের সঞ্চালনায় কর্মশালাটির উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) দীপক রঞ্জন রায়। গ্লোবাল টিভির এডিটর ইন চিফ ও সিইও সৈয়দ ইশতিয়াক রেজা এবং ফিশারিজ অ্যান্ড লাভস্টক জার্নালিস্ট ফোরামের সভাপতি এম এ জলিল মুন্না উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. রেয়াজুল হক এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রধান কারিগরি সমন্বয়ক ডা. মো. গোলাম রব্বানীসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রাণিসম্পদ খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা এ কর্মশালায় অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team