ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই অঞ্চলের এক ব্যক্তির পোষা ছাগল গত সোমবার সকালে বাচ্চা প্রসব করে। জানা যায়, সদ্যোজাত ওই প্রাণীটির মুখ ছিল হুবহু মানব শিশুর মতো। ছিল চোখ, ঠোঁট, নাক! তবে কান দুটি ছিল ছাগলের মতোই। পা মাত্র দুটি। ছিল না লেজ।
এমন বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সেটিকে দেখতে দূর-দূরান্তের গ্রামবাসীরাও ছুটে যান।
দেশটির বিশেষজ্ঞদের কথায়, আসলে এই শাবকটি জন্মগত ভাবেই অস্বাভাবিক। তিনি জানিয়েছেন, এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না।
একে সৃষ্টিকর্তার আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই। জন্মগত কারণে একে এমন দেখতে। এর সঙ্গে দেবত্বের কোনও সম্পর্ক নেই।
তবে তিনি একথা বললেও গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। তারা লাইন দিয়ে দেখে যাচ্ছেন ছাগশিশুটিকে। এই ঘটনায় ওই এলাকাজুড়ে চাঞ্চল্যের শুরু হয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টাইমস, ইন্ডিয়া টুডে