মাচায় বেবি তরমুজ চাষে যশোর গাইদঘাট গ্রামের চাষিরা পেয়েছে অভাবনীয় সাফল্য। বিঘা প্রতি ২৫/৩০ হাজার টাকা খরচ করে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছে এসব কৃষক। বিঘাপ্রতি ২৫০ থেকে ৩০০ মন উৎপাদন হয়। এরপর একই মাচায় উৎপাদন হবে করোলা ও মেটে আলু। মাত্র ৬০/৭০ দিন পর থেকে তরমুজ বিক্রি করা যায়। মাচায় চাষের ফলে বৃষ্টির পানিতেও কোন সমস্যা হয় না।