খবরাখবর নিউজঃ মাগুরা পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে ৪ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার পর্যন্ত মেয়র পদের কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও সংরক্ষিত ওয়ার্ডের ১ জন এবং সাধারণ ওয়ার্ডের ৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মাগুরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভায় মেয়র পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিএনপি দলীয় প্রার্থী ইকবাল আখতার খান কাফুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মশিউর রহমান। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত ১ নং সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি কাউন্সিলর প্রার্থী কোবরা জাহান শিমু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া ২ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলি আহমেদ আহাদ ও রবিউল আজম খান এবং ৩ নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা এবং মাগুরা পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।