খবরাখবর ডেস্কঃ মাগুরায় ১২টি অবৈধ ইটভাটা উচ্ছেদ ও তিনটির মালিককে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, তাদের আওতাধীন যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। ইতিমধ্যে যশোর ও নড়াইল জেলায় আংশিক অভিযান পরিচালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে মাগুরা জেলায় ১৫টি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এর মধ্যে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ভাটা পরিচালনার কাগজপত্র না থাকায় মাগুরা সদর উপজেলার পলাশ ব্রিকস, এমএমএম ব্রিকস, এমবি ব্রিকস, স্টার ব্রিকস, সুপার ব্রিকস, শুভেচ্ছা ব্রিকস, এমএসবি ব্রিকস, এমএসকেবি ব্রিকস, এমএসবি ব্রিকস, এমবিবি ব্রিকস, সুপার ব্রিকস ও মোহাম্মাদপুর উপজেলায় মেসার্স নদী ব্রিকস উচ্ছেদ করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ফায়ার সার্ভিস দিয়ে ইটভাটার আগুন নেভানোর পাশাপাশি এস্কেভেটর দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, এছাড়া তিনটি জিগজ্যাগ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মোট চর লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভাটাগুলো হচ্ছে খান ব্রিকস, এমএমকেবি ব্রিকস ও এইচআরবি ব্রিকস।
সাঈদ আনোয়ার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইট-ভাটা উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সব অবৈধ ইট-ভাটা বন্ধ করে দেওয়া হবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক হারুনুর রশিদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।