নিহতরা হলেন- সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্লার ছেলে আবুল হোসেন মোল্লা (৪৫) ও নড়াইলের মাঝি পাড়ার বিমল কুমার দাস।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লোকাল বাস মাগুরা-ঝিনাইদহ সড়কের সাইত্রিশ নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী সবজিবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেন ও বিমল কুমার দাস নামে দুই বাসযাত্রী মারা যান। আহত হন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।