খবরাখবর ডেস্কঃ মাগুরায় ঢাকা-যশোর মহাসড়কে মামুন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০১টি দেশীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার বিকেলের এই অভিযানে কচ্ছপের কোনো মালিককে পায়নি পুলিশ। বাসটিও ছেড়ে দেওয়া হয়েছে।
মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঢাকা থেকে সাতক্ষীরাগামী মামুন পরিবহনের ওই বাসটিতে তল্লাশি চালিয়ে ২০১ কচ্ছপ ভর্তি চারটি বস্তা উদ্ধার করা হয়েছে। তবে কচ্ছপের কোনো মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, কচ্ছপ আটকের বিষয়টি বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে যথাযথ বিভাগের কাছে কচ্ছপগুলো হস্তান্তর করা হবে।
এই বিষয়ে সদর থানায় একটি জিটি করা হয়েছে বলেও তিনি জানান।