1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মাগুরায় অভিনব সাজা! - খবরাখবর
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:৫১ অপরাহ্ন

মাগুরায় অভিনব সাজা!

  • Update Time : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
Laws-in-bd
Laws-in-bd

খবরাখবর নিউজঃ মাগুরায় মাদক মামলার দুই আসামিকে অভিনব সাজা দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের পাঁচটি করে গাছ লাগানোর শর্তে মুক্তি দিয়েছেন আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ বুলবুল ইসলাম এই রায় দিয়েছেন।
অভিনব সাজা পাওয়া ওই দু’যুবক হলো মাগুরা সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের মাজেদ মোল্লার ছেলে সোহাগ (২২) ও গোবিন্দপুর গ্রামের আজিজার মোল্লার ছেলে টুটুল মোল্লা (২৭)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালে সোহাগ ও টুটুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়। ওই মামলায় আসামিরা অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মাসের কারাদন্ড ভোগসহ ৫০০ টাকা জরিমানার শাস্তিযোগ্য হিসেবে দোষী সাব্যস্ত হন। কিন্তু আসামিদের অপরাধের পূর্ব ইতিহাস না থাকায় সংশোধনপূর্বক সমাজের মূল স্রোতে পুনর্বাসন ও সুনাগরিক হওয়ার সুযোগ প্রদানের লক্ষ্যে ১৯৬০ সালের প্রবেশন আইনের ৫ ধারা মোতাবেক পাঁচটি গাছ লাগানোর শর্তে তাদের কারাবাসের বদলে মুক্তি দেন আদালত।
গাছ লাগানোর পাশাপাশি তারা একই ধরনের অথবা অন্য কোনো অপরাধ করবেন না, আদালত তলব করা মাত্র সেখানে উপস্থিত হবেন, মাদকদ্রব্য সেবন কিম্বা এ ধরনের কোনো অপরাধ করবেন না, মন্দ লোকের সঙ্গ এড়িয়ে চলবেন, উচ্ছৃংখল জীবনযাপন না করার শর্ত পূরণ করবেন বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এজন্য সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তা নিযুক্ত করেছেন আদালত। শর্তভঙ্গ করলে আসামিরা ছয় মাসের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করবেন বলেও রায়ে উল্লেখ করা হয়।
এক বছরের মধ্যে এসব শর্ত পূরণ করার ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তা প্রতি তিন মাস অন্তর অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team