1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মাগুরায় অবৈধ ইট ভাটায় সাড়ে চৌত্রিশ লাখ টাকা জরিমানা - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন

মাগুরায় অবৈধ ইট ভাটায় সাড়ে চৌত্রিশ লাখ টাকা জরিমানা

  • Update Time : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট
অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট

খবরাখবর ডেস্কঃ মাগুরায় অবৈধ ইট ভাটা থেকে ৩৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক ৪ টি অভিযানে সোমবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসনের মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমি ব্যবহার, ব্যারেল চিমনি ও জ্বলানী কাঠের ব্যবহারসহ সরকারী অনুমোদন বিহিন অর্ধশত অবৈধ ইট ভাটার মধ্যে ৯টিতে অভিযান পরিচালনা করে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

জরিমানাকৃত ভাটা গুলো হচ্ছে, সদর উপজেলার রিয়া ও শাপলা ব্রিকস। তাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা, শ্রীপুরের এসএবি ইটভাটাকে দেড় লক্ষ টাকা, মহম্মদপুরে নদী ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং শালিখা উপজেলায় বন্ধু ব্রিকস, পিয়াল ব্রিকস, তানিয়া ব্রিকস, মামুন ও চিত্রা ব্রিকস মোট ৫টি ইট ভাটায় মোট ৩০ লক্ষ ৫০ হাজার টাকা সর্বমোট ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জেলা প্রশাসক আশরাফুল আলম জানান, সদর উপজেলার সহকারী কমিশনার সাদ্দাম হোসেন, শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, মহম্মদপুরের সহকারী কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী, শালিখার সহকারি কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান’র নেতৃত্বে পৃথক পৃথক ভাবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অবৈধ ভাবে পরিচালিত জেলার অন্যান্য ইট ভাটার বিরুদ্ধেও পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team