1. admin@khoborakhobor.com : খবরাখবর :
মহাসড়কে ফসল শুকাতে দিলে গুনতে হবে জরিমানা - খবরাখবর
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

মহাসড়কে ফসল শুকাতে দিলে গুনতে হবে জরিমানা

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
মহাসড়কে ফসল শুকালে জরিমানা
মহাসড়কে ফসল শুকালে জরিমানা

খবরাখবর ডেস্কঃ মহাসড়কে ফসল বা পণ্য শুকাতে দিলে গুনতে হবে জরিমানা। নির্দিষ্ট স্থানের বাইরে অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রাও করলেও গুনতে হবে জরিমানা। মহাসড়কের ব্যবস্থাপনায় নতুন এমন আইন করতে যাচ্ছে সরকার।

প্রস্তাবিত আইন অনুযায়ী, মহাসড়কে কোনো ধরনের ফসল বা পণ্য শুকাতে দেওয়া যাবে না।
মহাসড়কে নির্দিষ্ট স্থানের বাইরে অন্য কোনো স্থান দিয়ে পদযাত্রাও করা যাবে না। করলে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘মহাসড়ক আইন, ২০২০’–এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভার্চ্যুয়াল এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

প্রস্তাবিত আইন অনুযায়ী যদি কেউ মহাসড়কে অবৈধ স্থাপনা করে, তাহলে দুই বছর পর্যন্ত কারাগারও ভোগ করতে হতে পারে। এর মধ্যে স্থায়ী স্থাপনা করলে অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা বা দুই বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে। আর অস্থায়ী স্থাপনার জন্য অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা দুই বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া যাবে।

মহাসড়কে বিলবোর্ড ও সাইনবোর্ড টাঙালে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এ রকমভাবে আরও বিভিন্ন বিষয় রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। অন্যদিকে, টাঙ্গাইলের ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়-নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য ১১ হাজার ২৪৬টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team