শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মুয়াজ্জিনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সে গাজীপুর শহরের বায়তুর মামুর জামে মসজিদের মুয়াজ্জিন।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ওই শিশু আইসক্রিম হাতে নিয়ে বায়তুর মামুর জামে মসজিদের মক্তবে পড়তে যায়। পরে হাত ধোয়ার জন্য শিশুটি মসজিদের চতুর্থ তলার রান্না ঘরে গেলে মুয়াজ্জিন তাকে ধর্ষণ করে। শিশুটি বাসায় ফিরে ঘটনাটি তার মাকে জানালে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে রাতেই পুলিশ ওই মসজিদ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।