খবরাখবর ডেস্কঃ মনিরামপুর পৌরসভায় নেীকার মাঝি হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। আজ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় আওয়ামীলগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এর সভা গনভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মনোনয়ন দেন।
এর আগে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওযামীলীগ। শেষ সময় পর্যন্ত ৩৫২ জন মেয়র পদে মনোনয়ন ফরম কেনেন। তাদের মধ্য থেকে আজ চুড়ান্ত প্রার্থী নির্বাচন করেন।
মনিরামপুর পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এর নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন বার বার নির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন,পেীর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল,তরুন আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: আসাদুজ্জামান আসাদ ও আওয়ামীলীগ নেতা জি.এম মজিদ।