খবরাখবর ডেস্কঃ মনিরামপুরে নিখোঁজের একদিন পর ডোবা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজমির হোসেন (১৩) নামে এই কিশোর উপজেলার গোপীকান্তপুরের মালয়েশিয়া প্রবাসী আকরাম বিশ্বাসের ছেলে।
শুক্রবার সন্ধ্যার আগে একই গ্রামের হাইস্কুলের পাশে আবু সাঈদ নামে এক ব্যক্তির ডোবা থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়ভাবে জানা যায়, আজমীর নামে ঐ কিশোরের মৃগীরোগ ছিল। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ শুক্রবার বিকেলে একটি শিশু আবু সাঈদের ডোবায় লাশটি ভাসতে দেখে চিৎকার দেয়। পরে লোকজন এসে আজমিরের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানায়, খবর পেয়ে কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।