সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে যশোর শহরের ডোমপট্টিতে এ ঘটনা ঘটে। রোববার রাতে যশোর শহরের ডোমপট্টির শারজিন ডোমের মেয়ে সঞ্জনার (১৮) সঙ্গে রাজবাড়ী শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা দিলু ডোমের ছেলে হৃদয় ডোমের (২২) বিয়ে হয়।
দিলু ডোম তার ছেলের সঙ্গে বিয়েতে এসেছিলেন। বিয়ের পার্বণ শেষে রাতভর অন্যদের সঙ্গে মদ পান করেন তিনি। অতিরিক্ত মদ পানে সোমবার বেলা ১১টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ তারেক শামস তাকে মৃত ঘোষণা করেন। ডা. আহমেদ তারেক শামস বলেন, অতিরিক্ত মদ পানে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় লাশ ময়না তদন্তের জন্য নিতে গেলে লাশের আত্মীয় পরিজনরা লাশ ছিনতাইয়ের চেষ্টা করে।