খবরাখবর ডেস্কঃ যশোরে ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অফিযোগ এনে মামলা করেছেন এক গৃহবধু।বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানায় ভাসুর বাবুল হোসেনের বিরুদ্ধে মামলাটি করেন ঐ গৃহবধূ।
তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। আসামি বাবুল হোসেন ঐ গ্রামের মশিয়ার বিশ্বাসের ছেলে।
এজাহারে ওই গৃহবধূ উল্লেখ করেছেন, তার স্বামী বিপুল হাসান দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। চৌগাছা থানায় তার এবং দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হওয়ার পর পলাতক জীবনযাপন করছেন এখন। এই সুযোগে তার ভাসুর বাবুল হোসেন (৪০) প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতেন। তিনি বিষয়টি স্বামীকে জানান।
গত ২২ সেপ্টেম্বর দুপুরে তিনি ভাসুরকে তরকারি দিতে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে ভাসুর তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য শাসিয়েও দেয়।
পরে তিনি বিষয়টি তার স্বামী বিপুলকে জানান। চাচাতো ভাইদের সহযোগিতায় কোতয়ালী থানায় মামলাটি করেন তিনি।
থানার ইনসপেক্টর (অপারেশন) শেখ আবু হেনা মিলন মামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।