খবরাখবর ডেস্কঃ যশোরের ভাতুড়িয়ায় ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে আবুল কাসেম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহতের পরিবার বলছে, ভাতিজা আলাল (২৮) একজন মানসিক প্রতিবন্ধী।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম একই গ্রামের মকসেদ আলীর ছেলে। আলালের বাবার নাম রওশন আলী।
নিহতের ভাই ছেলে রনি ও খলিল বলেন, তাদের চাচাতভাই আলালের মস্তিষ্কে বিকৃতি রয়েছে। আজ সকালে বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কোনো কিছু বুঝে উঠার আগেই আলাল একটি বটি দিয়ে হঠাৎ করেই তার বুকের বাম পাশে (বগলের নিচে) কোপ মারে। অন্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা দেন।
নিহতের ভাই আব্দুল হামিদ বলেন, আলালকে বাড়িতে বেঁধে রাখা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদের উদ্ধৃতি দিয়ে বলেন, ধারালো অস্ত্রের আঘাতের স্থানটিতে বেশ ক্ষত হয়। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনা জানার পর সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।