1. admin@khoborakhobor.com : খবরাখবর :
ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আহত মামা - খবরাখবর
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:০৮ পূর্বাহ্ন

ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে আহত মামা

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
প্রতীকী ছবি (1)
প্রতীকী ছবি (1)

যশোরের বেনাপোলে ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে মামা (২২) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭মার্চ) সন্ধ্যা সাতটার দিকে বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামের পাশে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত যুবকের মা বাদী হয়ে তিনজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় যৌন হয়রানি ও হত্যাচেষ্টার মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতার করে। মামলার অন্য আসামিরা হলেন- ভবারবেড় গ্রামের শাহিনের ছেলে সৌরভ (২০) ও বাবলার ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।
পুলিশ ও গ্রামবাসী জানান, বেনাপোলের ভবারবেড় গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় উত্ত্যক্ত করত ইয়ামিন। এ ঘটনা কিশোরী বাড়িতে জানায়। বুধবার সন্ধ্যায় তার মামা বাইপাস সড়কে ইয়ামিনকে সামনে পেয়ে উত্ত্যক্ত করতে নিষেধ করলে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়ামিন ও তার দুই সহযোগী তার ওপর হামলা চালায়। ইয়ামিনের দুই বন্ধু ওই যুবককে ধরে রাখে আর ইয়ামিন রকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি দুই আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team