খবরাখবর ডেস্কঃ বেনাপোল বন্দরে এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ টি ককটেল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে সামনে
রশিদের বাড়িতে অভিযান চালিয়ে টয়েলেট থেকে ২০ টি ককটেল উদ্ধার করে বিজিবি।
৪৯ বিজিবির কামন্ডি অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, নাশকতার উদ্দেশে আনা হয়েছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
এ ঘটনা কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মাঠ পর্যায়ের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নেমেছে। ককটেল উদ্ধারের ঘটনায় গোটা বন্দর এলাকায় আতংক বিরাজ করছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, বাড়িটিতে শ্রমিকরা রাতে কেউ থাকতেন না। দিনের বেলা বিশ্রাম করতেন। বন্দরে প্রভাব বিস্তার নিয়ে শত্রুতা করে এ কাজ অন্যরা করেছে।
এদিকে স্থানীয়রা জানান, শ্রমিকদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিকরা যেমন জীবননাশের ঝুঁকিতে রয়েছে তেমনি ঝুঁকিতে বন্দর। গত মাসে বন্দরের মধ্যে ককটেল বিস্ফোরণ হয়। এ ছাড়া কিছুদিন আগে বন্দরের মধ্যে একটি টয়লেট থেকে তাজা ১০টি ককটেল উদ্ধার হয়। বারবার এসব ঘটনা ঘটলেও রহস্যজনক কারণে অপরাধীরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।