1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বেনাপোলে শ্বাসরোধ করে এনজিও কর্মী হত্যা - খবরাখবর
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৭:৫৮ পূর্বাহ্ন

বেনাপোলে শ্বাসরোধ করে এনজিও কর্মী হত্যা

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
নিহত যুবক
নিহত যুবক

খবরাখবর নিউজঃ বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামে আল আমিন নয়ন (২৮) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে এনজিও কর্মী হিসেবে কাজ করতেন।

সোমবার সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে। আলামত হিসেবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। নিহতর বোন লাবনী খাতুন বলেন, ‘গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাইরে যায়। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে সে শুয়ে আছে। কাছে যেয়ে দেখি গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে তাকে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেওয়া ছিল।’
স্থানীয়রা জানান, হত্যাকারীরা হয়তো আগে মুখে কাপড় দিয়েছিল যাতে তিনি চিৎকার করতে না পারে। এরপর গলায় তার জাতীয় কিছু পেঁচিয়ে নয়নকে হত্যা করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তদন্তের পর বলা যাবে কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত।
তিনি জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনারয় জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহত নয়ন বেনাপোল বাজারে ‘মিশন কম্পিউটার’ ও একটি কসমেটিক্স দোকানে মাঝে মধ্যে কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team