নিউজ ডেস্কঃ পাইকগাছায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে (৬০) ধর্ষণের ঘটনায় সবুর সরদার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃদ্ধা খুলনা মেডিকেল কলেজ ভর্তি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিকটিম (৬০) উপজেলার গদাইপুর গ্রামের বাসিন্দা একজন মানসিক প্রতিবন্ধী। বুধবার রাত দশটার দিকে তিনি তোকিয়া এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যান। গভীর রাতে বাড়িতে ফিরে তিনি বারান্দায় ঘুমিয়ে পড়েন। ভোরে পাশের গ্রাম শ্যামনগরের সবুর সরদার ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেন। এতে ওই নারীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। বৃহস্পতিবার সকালে ভিকটিম গুরুতর অবস্থায় থানায় গিয়ে বিষয়টি অবহিত করলে ওসি এজাজ শফি নিজেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির ব্যববস্থা করে দেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় ভিকটিমের ভগ্নিপতি মোকছেদ মোড়ল বাদী হয়ে সবুরকে আসামি করে মামলা করেন।
পুলিশ মামলার একমাত্র আসামি সবুর সরদারকে আটক করেছে বলে ওসি এজাজ শফি জানান।