গুরুতর আহত হয়েছেন শফিক, তার অপর বোন ও বাচ্চাটি। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতঘরিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাস্তা পারাপাররত এক অন্ধকে বাঁচাতে গিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী চকরিয়ার খুটাখালীর ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত আমির হামজার মেয়ে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাককুম পাড়ার জাফর আলমের ছেলে অটোরিকশাচালক।
গুরুতর আহত শফিকুর রহমান ও তসলিমা আকতারকে (৩২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা নিহত ছেনোয়ারার ছোট ভাই-বোন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শফিকের সন্তানের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মিছবাহ উদ্দিন, সুরুত আলম ও জাহাঙ্গীর সম্রাট জানান, বিকাল ৪টার দিকে সাতঘরিয়াপাড়া এলাকায় এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমুখি পূরবী পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে অটোরিকশাকে চাপা দেয়।