1. admin@khoborakhobor.com : খবরাখবর :
বিয়ের অনুষ্ঠানে পৌঁছানো হলো না ছেনোয়ারাদের - খবরাখবর
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন

বিয়ের অনুষ্ঠানে পৌঁছানো হলো না ছেনোয়ারাদের

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
ক্ষতিগ্রস্ত অটো ও চাপা দেয়া বাস
ক্ষতিগ্রস্ত অটো ও চাপা দেয়া বাস

বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর আগেই লাশ হতে হলো ছেনোয়ারা বেগম (৩৮) কে। দুই বোন ও বাচ্চা নিয়ে আত্মীয়ের বিয়েতে অংশ নিতে যাচ্ছিলেন আইনজীবীর সহকারী শফিকুর রহমান। কিন্তু কমিউনিটি সেন্টারে পৌঁছানোর আগেই বাস চাপায় মারা যান তার বোন ছেনোয়ারা বেগম ও অটোরিকশাচালক মুহাম্মদ জিসান (২২)।

গুরুতর আহত হয়েছেন  শফিক, তার অপর বোন ও বাচ্চাটি।  শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতঘরিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাস্তা পারাপাররত এক অন্ধকে বাঁচাতে গিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি মো. আবদুল হালিম।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী চকরিয়ার খুটাখালীর ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার মৃত আমির হামজার মেয়ে ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাককুম পাড়ার জাফর আলমের ছেলে অটোরিকশাচালক।

গুরুতর আহত শফিকুর রহমান ও তসলিমা আকতারকে (৩২) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারা নিহত ছেনোয়ারার ছোট ভাই-বোন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শফিকের সন্তানের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মিছবাহ উদ্দিন, সুরুত আলম ও জাহাঙ্গীর সম্রাট জানান, বিকাল ৪টার দিকে সাতঘরিয়াপাড়া এলাকায় এক অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমুখি পূরবী পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে  অটোরিকশাকে চাপা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© khoborakhobor.com All rights reserved
Designed by khoborakhobor@team