বিনোদন ডেস্কঃ সিয়াম ও পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি আজ দেশের ২৫ টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীর এটা প্রথম চলচ্চিত্র। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম ও পরীমনি।
বুধবার পর্যন্ত ২৫টি হলে বিশ্বসুন্দরী দেখানোর বিষয়ে চূড়ান্ত হয়েছে। চয়নিকা চৌধুরী জানান, করোনা পরিস্থিতির কারণে খুব বেশি হলে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না বিশ্বসুন্দরী।
নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী চয়নিকা বলেন, ‘মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে নির্মিত হয়েছে এ সিনেমাটি। তাই বিজয়ের মাসে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি দর্শকের ভালো সাড়া পাবো’।
ঢাকার মধ্যে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে মুক্তি পাচ্ছে বিশ্বসুন্দরী। এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন বন্ধ থাকা শ্যামলী সিনেপ্লেক্স ফের চালু হচ্ছে।