কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংগঠনটি জানিয়েছে, জি বাংলা ছাড়া ভারতের কালারস গ্রুপের (কালারস বাংলা) চ্যানেলগুলো দ্রুতই ‘ক্লিন ফিড’ নিয়ে দেশে সম্প্রচার শুরু করতে যাচ্ছে। অন্যরা বাংলাদেশের নিয়ম মেনে দ্রুতই সম্প্রচারে আসবে বলে আশাবাদী।
সরকারের শক্ত অবস্থানে ২০০৬ সালের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের ১৯(১৩) ধারা বাস্তবায়ন করে, গত ১ অক্টোবর অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে এমন ৬০টির মত বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় কেবল অপারেটররা।
সেই আইনে বলা হয়েছে, বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচার বা সঞ্চালন করা যাবে না।