বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার একটি প্যানেলের প্রার্থিতা জমা পড়েছে। সেখানে বর্তমান মহাসচিব শাহেদ রেজার নেতৃত্বাধীন প্যানেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অনেকটা নিশ্চিত।
প্রথমবারের মতো শাহেদ রেজা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী নাবিল আহমেদ।
আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার না হলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সেক্ষেত্রে ২২ ডিসেম্বর নির্বাচনের প্রয়োজন পড়বে না। মনোনয়ন পত্র জমা দিয়ে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমি দীর্ঘদিন ধরে ফুটবলে কাজ করে যাচ্ছি। ফুটবল অলিম্পিক মুভমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা দক্ষিণ এশিয়ান গেমসে ফুটবলসহ অন্য ইভেন্টে সাফল্য পেয়েছি। আশা করছি, বৃহত্তর অলিম্পিক মুভমেন্টে এসে খেলাধুলাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো।’
আগামী চার বছরের জন্য শাহেদ রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো মহাসচিব হতে যাচ্ছেন। এই কমিটি ক্রীড়াঙ্গনের সবাইকে নিয়েই হতে যাচ্ছে বলে জানালেন কাজী নাবিল, ‘অলিম্পিক একটা পরিবারের মতো। সমস্ত ফেডারেশনের সঙ্গে আলোচনা করেই কমিটি করা হয়েছে। এখানে যত ফেডারেশন আছে, তাদের সবারই প্রতিনিধিত্ব রাখা হয়েছে। সবাই যেহেতু কমিটিতে আছে, তাই এর বাইরে(একটি প্যানেলের বাইরে) আর কেউ নেই